দরিদ্র যক্ষা রুগির পাশে দাড়ালো লুৎফা-তৌহিদ হেল্পিং হ্যান্ডস্
যক্ষা আক্রান্ত দালাল বাড়ীর দরিদ্র অসহায় সেকান্দারের পাশে দাঁড়ালো লুৎফাতৌহিদ হেল্পিং হ্যান্ডস্ (LT Helping Hands). গত শনিবার সংগঠনের পক্ষ হতে মাহাবুব ইসলাম পিন্টু এবং আজমুল ইসলাম রনি রুগীর বাড়িতে গিয়ে তার হাতে সাহায্যের ২০ হাজার টাকা তুলে দেয়।
